এইটা প্যানেলিস্টদের নিজের্স ব্যাপার। এ ব্যাপারে আরও বলেন যদি কোন downline তার upline কিংবা টিম (team)-এর উপর সন্তুষ্ট না হন তবে তিনি অন্যকারও সাথে যোগ দেওয়া যেতে পারে ।
Report From : Personal Desk
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa
বাংলাদেশের স্পিক এশিয়া ম্যানেজমেন্ট-এর কয়েকজনের সাথে কথা বলার সময় তারা জানান “স্পিক এশিয়া বাংলাদেশে আসবে এবং এই ফিরে আশা শুধুমাত্র দুই-তিন লক্ষ গ্রাহক কিংবা পানলিস্টদের জন্যই, সকল পরিস্থিতি স্পিক এশিয়ার অনুকূলে আর অল্প কিছু দিন গ্রাহক এবং প্যানেলিস্টদের ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে।”
এ সময় ট্রি (tree) কিংবা টিম (team) পরিবর্তনের প্রসংগে প্রশ্ন করা হলে তারা জানান “এইটা প্যানেলিস্টদের নিজের্স ব্যাপার। এ ব্যাপারে আরও বলেন যদি কোন downline তার upline কিংবা টিম (team)-এর উপর সন্তুষ্ট না হন তবে তিনি অন্যকারও সাথে যোগ দেওয়া যেতে পারে ।” অর্থাৎ এ আলোচনা থেকে এটুকু স্পষ্ট যে প্যানেলিস্ট চাইলে (tree) কিংবা টিম (team) পরিবর্তন করার সুজগ পাবেন যদি স্পিক এশিয়া বাংলাদেশে আবার নতুন করে যাত্রা শুরু করে।
অজয় সরকার এম.এল.এম. নিউজ ২৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন “স্পিক এশিয়া বাংলাদেশে আসবেই”।